রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ এপ্রিল ২০২৪ ১২ : ৪৫Rajat Bose
গৌতম চক্রবর্তী: তিনি ইংরেজ আমল দেখেছেন। দেশকে স্বাধীন করতে স্বদেশিদের আন্দোলনও তাঁর অজানা নয়। দেশের স্বাধীনতার প্রথম দিনে মিষ্টিমুখ করার কথা এখনও তাঁর স্মরণে রয়েছে। এমনকী দেশের প্রথম সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সৌভাগ্যও রয়েছে তাঁর ঝুলিতে। সেই শতবর্ষ অতিক্রান্ত ১১৪ বছর বয়সি হাজারি সরদার এবারেও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন। তবে জেলার মধ্যে তিনি শুধু একাই নন। তাঁর মতোই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে কাকদ্বীপের বাসিন্দা ১০৯ বছর বয়সি প্রমীলা হালদারও তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন। তবে এখনও পর্যন্ত হাজারি সরদারই জেলার সব থেকে বরিষ্ঠ ভোটার হিসাবে বিবেচিত হয়েছেন। হাজারি দেবী বহুদিন আগেই শতবর্ষের গণ্ডি পেরিয়েছেন। বর্তমানে তাঁর বয়স ১১৪ বছর। শরীরে বার্ধ্যকের ছাপ স্পষ্ট হলেও বড় কোনও রোগ বাসা বাঁধতে পারেনি। এর মধ্যেই আবারও চলে এসেছে ভোট। আর সেই ভোটের প্রাক্কালে জেলার বরিষ্ঠ ভোটারকে সংবর্ধনা জানিয়েছে বাসন্তী ব্লক–প্রশাসন। হাজারি সরদার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বিধানপল্লীর বাসিন্দা। প্রশাসন সূত্রের খবর, তিনিই জয়নগর লোকসভা কেন্দ্রের সবচেয়ে বরিষ্ঠ ভোটার। আর বরিষ্ঠ ভোটার হওয়ার কারণে ইতিমধ্যেই বাসন্তী ব্লক–প্রশাসনের তরফে তাঁকে সংবর্ধনাও জানানো হয়েছে। ফুল, মিষ্টি ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার নিজের হাতে তুলে দিয়েছেন হাজারি সরদারের হাতে। হাজারি দেবী ১০ বার পঞ্চায়েত নির্বাচনে, ১৭ বার বিধানসভা নির্বাচনে এবং ১৭ বার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার ১ জুন ১৮তম লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন, যা হবে সুন্দরবনের ইতিহাসে একটি বিরল নজির। হাজারি দেবীর তিন মেয়ে ও এক ছেলে। বর্তমানে মেজো মেয়ের বাড়িতেই তিনি থাকেন। আর দুই মেয়েরও বিয়ে হয়ে গেছে। তাঁরা ভিন্ জেলায় থাকেন। একমাত্র ছেলে থাকেন রায়নগরে। হাজারি দেবী সামান্য হাঁটাচলা করলেও বয়সের কারণে তাঁর দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি সবই কমে গেছে। ২০১৯ লোকসভা ভোটের সময় প্রশাসনের উদ্যোগে বাড়িতে এসেই তাঁর ভোট নিয়ে গিয়েছিলেন ভোটকর্মীরা। আর পঞ্চায়েত নির্বাচনের সময় গাড়িতে করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এবারে তিনি বাড়িতে বসেই ভোট দিতে চান। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, সুন্দরবনের বুকে এ এক ইতিহাস।
ফুল, মিষ্টি দিয়ে হাজারি সরদারকে সংবর্ধনা দিচ্ছেন বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার। ছবি: প্রতিবেদক
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা